দুইদিনের ব্যবধানে দুই যুবক লাশ হয়ে ফিরলো তারাগঞ্জের বাড়িতে
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জীবিকার সন্ধ্যানে ঢাকায় গিয়ে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে গিয়ে দুইদিনের ব্যবধানে একই এলাকার দুইজন শ্রমিক লাশ হয়ে বাড়ি ফিরেছে। সংসারের উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে হতদরিদ্র দুই পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার ঢাকার মিরপুর এলাকার একটি নির্মাণাধীন বহুতল ভবনে শ্রমিক হিবেবে কাজ করতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের খলিল মিয়ার ছেলে বাবলু মিয়া(২৩)। এরআগে ৪ নভেম্বর দুপুরে ঢাকার দিয়াবাড়ি ১৭নং সেক্টর এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে ৫তলা ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আছিমুদ্দিনের ছেলে হাবিবুর রহমান (১৮)।
নিহত দুজনের পরিবার সূত্রে জানা যায়, বাবা-মাসহ সংসার চালানোর জন্য বেশ কয়েকমাস আগে বাবলু মিয়া ও হাবিবুর রহমানসহ ১৫ থেকে ২০ জন যুবক ঢাকায় শ্রমিকের কাজের জন্য যান। তারা ঢাকায় গিয়ে শ্রমিকের কাজ করে বাড়িতে টাকা পাঠিয়ে দিতেন। সেই টাকায় চলতো পরিবারের সকল খরচ। এখন উপার্জক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান কুমারশে রায় জানান, ঢাকায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে গিয়ে ইউনিয়নের দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুনে তাদের বাড়ি গিয়েছিলোম। শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের সময় নিরাপত্তা দড়ি লাগিয়ে কাজ করে নেয়া উচিত ছিল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145735