সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

সৎ মানুষের শাসন প্রতিষ্ঠিত হলে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার বিজ্ঞান কলেজ মোড়ে গত বৃহস্পতিবার রাতে ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী জামায়েত কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণ মানুষের স্লোগান এইটাই- সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেকটি দল নিজেদের মালিক ভাব দেখাচ্ছিল, কিন্তু সেই ভাব ও তেজ এখন অনেকটাই কমে গেছে। কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয়ী হয়েছে।

বিএনপি সরকার ক্ষমতায় এসে বাংলাদেশকে ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাদের সেই নমুনা ৫ আগস্ট থেকে শুরু করে ১৫ মাসে দেখেছি। তারা বালু থেকে শুরু করে পাথর পর্যন্ত খেয়ে ফেলেছে। বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে, কিন্তু সবাই কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। এখন দেশবাসী সৎ মানুষের শাসন দেখতে চায়। কারণ সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশে বালু খাওয়া, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হবে।

উল্লাপাড়া পৌর জামায়াতের ২নং ওয়ার্ড সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, মো. আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি এস.এম. খায়রুল বাশার প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145732