বগুড়ার সোনার দাম বৃদ্ধি হওয়ায় দুপচাঁচিয়ায় বিপাকে ব্যবসায়ী ও কারিগর

বগুড়ার সোনার দাম বৃদ্ধি হওয়ায় দুপচাঁচিয়ায় বিপাকে ব্যবসায়ী ও কারিগর

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: গত এক বছরে সোনার দাম আকাশচুম্বী হওয়ায় চরম বিপাকে পড়েছে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার স্বর্ণ ব্যসায়ীরাসহ সাধারণ ক্রেতারা। জুয়েলারি দোকানগুলোতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। এতে চরম অর্থনৈতিক টানাপোড়নে পড়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা। পাশাপাশি বেকার হয়ে  পড়েছে এই পেশার সাথে জড়িগত কারিগরেরা।

এ ব্যাপারে উপজেলা স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরবি জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী জাহিদুল হক তালুকদার কাজল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুপম জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী রিংকু কুন্ডু বলেন, দফায় দফায় সোনার দাম বেড়ে যাওয়ায় ক্রেতা শূণ্য হয়ে পড়েছে স্বর্ণ পট্রির বাজার। পাশাপাশি কারিগরেরা কাজ না পেয়ে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

দোকান ভাড়া দিতেই দিশেহারা স্বর্ণ ব্যবসায়ীরা। এদিকে পৌর লাইসেন্স ফি এবং এসিড ব্যবহারের লাইসেন্স ফি এর ভোগান্তি বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীদের। সমিতির সাবেক সভাপতি মার্তৃ জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী অজিত দত্ত জানান, উপজেলায় তাদের সমিতির আওতায় প্রায় ৮০ টির অধিক স্বর্ণ ব্যবসায়ী রয়েছে। কারিগর রয়েছে প্রায় দুই শতাধিক। দফায় দফায় সোনার দাম বেড়ে যাওয়ায় অনেক স্বর্ণ ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন।

আবার অনেকে পৈত্রিক ব্যবসা হিসেবে ক্ষতি মেনে নিয়েও এ ব্যবসা ধরে রেখেছেন। উপজেলার পুরাতন বাজার এলাকা স্বর্ণ পট্রির বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে আগের মত আর ভির নেই। নতুন অলঙ্কার কেনার পরিবর্তে অনেকেই পুরাতন গহনা মেরামত বা বিক্রি করে দিচ্ছেন। এতে কারিগরদের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক কারিগর এখন বেকার। উপার্জন না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে ভিন্ন ব্যবসায় চলে যাচ্ছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145726