সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলে নিহত

সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে জেলে নিহত

করতোয়া ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরে নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে দুই নৌকার জেলেদের মধ্যে মারধরের ঘটনায় একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোরে উপজেলার গোহালা নদীতে ঘটনাটি ঘটে। নিহত বিমল ওরফে তেতুল হাওলদার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতারা হাওলাদারপাড়ার বাসিন্দা।

নিহতের ছেলে আকাশ হাওলদার বলেন, আজ শুক্রবার (৭ নভেম্বর) ভোরের দিকে গোহালা নদীতে একই জায়গায় জাল ফেলার ঘটনা নিয়ে প্রতিবেশী হরেন হাওলদার, প্রবাস হাওলদার ও রিপন হাওলদারের সাথে তার বাবা তেতুল হাওলাদারের তর্ক হয়। ওই সময় নদীতেই দুই নৌকার জেলেদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এতে বাবার মাথা ফেটে যায়। তখনই তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে আনা হয়। পরে আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টায় তিনি মারা যান।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় নিহতের এক ভাতিজা আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145725