নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই শুরু

নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই শুরু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৫-২৬ মৌসুমের ৯৩তম আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় মিলের ডুঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মিলের মাড়াই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতরিক্ত সচিব (প্রশাসন) নূরুজ্জামান এনডিসি, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম।

নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভুঁইয়া বলেন, প্রতিমণ আখের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০টাকা। চলতি মাড়াই মৌসুমে ১২০ কার্য দিবসে দুই লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চিনি আহরণের হার শতকরা ৬ দশমিক ৫০ ভাগ। গত বছর (২০২৪-২৫) মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৩২৪ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। চিনি আহরণের হার শতকরা ৫দশমিক ৭৮ ভাগ। এতে মিলটি ৮ কোটি টাকা লাভ করেছিল। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145718