বগুড়ার কাহালুতে পারিবারিক কলহে জামাইয়ের হাতুড়ির আঘাতে আহত শাশুড়ির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়ার কাহালুতে পারিবারিক কলহে জামাইয়ের হাতুড়ির আঘাতে আহত শাশুড়ির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
কাহালু (বগুড়া ) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলায় পারিবারিকভাবে কেন্দ্র করে জামাইয়ের হাতুড়ি আঘাতে  গুরুতর আহত  শাশুড়ি জোবেদা (৭০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
 
ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে  কাহালু উপজেলার  নারহট্ট ইউনিয়নের লোহাজাল পূর্ব পাড়া গ্রামে।নিহত জোবেদা ওই গ্রামের খোদাবক্সের স্ত্রী বলে জানা যায়।
 
জানা গেছে, খোদাবক্সের মেয়ে ফাতেমার(৩৫)সাথে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মৃত মমতাজ উদ্দিন দেওয়ানের ছেলে জাহানুর  দেওয়ানের(৪০)বিয়ে হয়।  বিয়ের পর থেকে জাহানুরের স্ত্রী ফাতেমার  সাথে পারিবারিক কলাহ লেগেই থাকতো।
 
ঘটনার দিন শনিবার জামাই জাহানুর লোহাজাল গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে এবং ওই দিন   প্রায় সারারাত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে। শেষ রাতে  মেয়ে জামাইয়ের ঝগড়া শুনে শাশুড়ি  জোবেদা ঘর থেকে বের হতেই জামাই জাহানুর ক্ষিপ্ত হয়ে হাতুড়ি  দিয়ে  শাশুড়ির মাথায় সজোরে আঘাত করলে শাশুড়ি জোবেদা গুরুতর আহত হয়।
 
এরপর তাকে সাথে সাথে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  ভর্তির ছয় দিন পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার  দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোবেদা মারা যায়।
 
নিহত জোবেদার  মরদেহ  বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের  মরগে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হেয়েছে।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকারের সাথে কথা বলা হলে তিনি ঘটনার  সত্যতা নিশ্চিত করে বলেন থানায় এখনো  এ কোন মামলা করা হয়নি।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145670