মারা গেলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ

মারা গেলেন ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ

একের পর এক নক্ষত্র পতন ঘটছে শোবিজ ইন্ডাস্ট্রিতে। গত ৩ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান প্রবীণ অভিনেতা শুভাশীষ ঠাকুর। সেই রেশ কাটিয়ে উঠার আগেই এল দুঃসংবাদ। এবার না ফেরার দেশে চলে গেলেন সুপারহিট দক্ষিণী সিনেমা ‘কেজিএফ’ খ্যাত অভিনেতা হরিশ রাই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৫ বছর বয়স হয়েছিল এ তারকার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যানসারে মৃত্যু হয়েছে অভিনেতা হরিশের। দীর্ঘদিন ধরেই থাইরয়েড ক্যানসারে ভুগছিলেন। এ অবস্থায় বেঙ্গারুরু কিডওয়াই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন ধরেই লড়াই করায় শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল হরিশের। শরীর দুর্বল হয়ে পড়ছিল এবং পেটে পানি জমার কারণে ফুলে গিয়েছিল। চিকিৎসকদের চেষ্টা থাকার পরও ফেরানো যায়নি তাকে। আর তার আকস্মিক মৃত্যুতে শোকাহত ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অভিনেতা হরিশ ‘কেজিএফ’-এ চাচা এবং কাল্ট ক্লাসিক ‘ওম’-এ ডন রাই চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন দর্শকমহলে। তার অসুস্থতায় ‘কেজিএফ’র নায়ক যশ সহায়তা করেছিলেন।

এ প্রবীণ অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে ‘সমরা’, ‘ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘স্বয়ম্বরা’, ‘নল্লা’র মতো কন্নড়, তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145642