চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ইয়াবা ও ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে গত বুধবার ১০৭ পিস ইয়াবাসহ রুবেল হেসেন(৩৯) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও গত মঙ্গলবার ২৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত রুবেল জেলার শিবগঞ্জ পৌর  চকদৌলতপুর মহল্লার মৃত গাউস উদ্দিনের ছেলে। অভিযানে জব্দ হয়েছে একটি মোটরসাইকেলও। ওই যুবকের বিরুদ্ধে সীমান্ত চোরচালানের অভিযোগ এনেছে বিজিবি। গত বুধবার সোনামসজিদ বিওপি’র দুটি বিশেষ টহল দল অভিযানগুলো চালায়। 

বিজিবি জানায়, গত বুধবার সন্ধ্যা ৬টায় মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/৪ থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের ভেতরে মোবারকপুর ইউনিয়নের লাহাপুর গ্রামে অভিযান চালায় বিজিবি। এসময় ১০৭পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ আটক হয় রুবেলকে। বিজিবি আরও জানায়, এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় সীমান্ত হতে ২ কিলোমিটার বাংলাদেশের ভেতরে  শাহাবজপুর ইউইনয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালিয়ে জব্দ করা হয় ২৫ বোতল ফেনসিডিল। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি।

গত বুধবার রাত ১০টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ ফেনসিডিল  শিবগঞ্জ  থানায় জমা করা হয়েছে। আসামিসহ ইয়াবা মামলা দিয়ে পুলিশে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145635