ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত ও নিজ ঘরে গলায় ফাঁস লাগানো শিশুকন্যার ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ সালন্দর এলাকার শফিউল ইসলাম(৬০) সড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় ঠাকুরগাঁও থানায় অপমত্যু মামলা রজু হয়েছে। তদন্তভার দেওয়া হয়েছে এসআই সোলেমান গণিকে।
অপরদিকে গত সোমবার সন্ধ্যায় ফেরসাডাঙ্গী বাজার সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস নেওয়ার ঘটনা ঘটে আফসানা মিমি(১০) নামে এক শিশুর। স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্তভার পেয়েছেন এসআই সুমন রায়।
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান জানান, দুটি ঘটনাতেই লিখিত তথ্যের ভিত্তিতে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145631