ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক : মাহবুবুর রহমান

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক : মাহবুবুর রহমান

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন, ‘শহীদ জিয়ার আদর্শে গড়া বিএনপি হলো গণমানুষের দল। ধানের শীষ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের প্রতীক। গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

পথসভায় তিনি বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি। সেই আন্দোলনে গ্রেনেড হামলায় আমার কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছি।

মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করেছি। আপনারা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করতে না পারলেও আপনাদের ভালোবাসা নিয়েই আজীবন জনকল্যাণে কাজ করে যাব। শহীদ জিয়ার ধানের শীষই আমার ঠিকানা।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান ও আজাদ হোসেন বাবলু, ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145623