সারিয়াকান্দিতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

সারিয়াকান্দিতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে রোগীবাহী এ্যাম্বুলেন্সের ধাক্কায় আরাফাত রহমান (১২) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। আরাফাত ফুলবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে সারিয়াকান্দি সড়কের ফুলবাড়ি এবং শাহবাজপুরের মাঝামাঝি এলাকায় আরাফাত রহমান একটি কাজের জন্য যায়। সেখানে বগুড়া থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি রোগীবাহী এ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এদিকে আরাফাত এ্যাম্বুলেন্সের ধাক্কা খেয়ে পাশের একটি পুকুরে ছিটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত মারা যায়।

বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির বলেন, থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিক্টিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক এ্যাম্বুলেন্স চালককে খুঁজে বের করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145621