ধুনটে চাঁদাবাজি মামলায় সাবেক কাউন্সিলরসহ গ্রেফতার ৩
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় ৫ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে মারপিটের অভিযোগে করা মামলায় সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-ধুনট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চরধুনট গ্রামের জাহাঙ্গীর আলম (৪৪) ও একই গ্রামের সোবাহান আলী প্রামানিক (৪৬) এবং তার ছেলে মনির হোসেন (২২)। বুধবার রাতে চরধুনট এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের রিপন প্রামানিক পেশায় একজন নির্মাণ শ্রমিক। কয়েক দিন আগে থেকে পৌরসভার সাবেক কাউন্সিলর ও তার লোকজন রিপন প্রামানিকের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় রিপন প্রামানিকের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন জাহাঙ্গীর আলম।
এ অবস্থায় মঙ্গলবার রাতে জাহাঙ্গীর আলম ও তার লোকজন চাঁদার টাকার জন্য রিপনের বাড়িতে যান। সেখানে চাঁদার টাকা না পেয়ে জাহাঙ্গীর ও তার লোকজন রিপনকে মারপিট করে। স্বজনরা আহত রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় রিপনের স্ত্রী তাহমিনা আকতার বাদি হয়ে জাহাঙ্গীর আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আজ দুপুরে থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145619