বিপিএলে বিদেশি ক্রিকেটার কমানোর ভাবনা বিসিবির

বিপিএলে বিদেশি ক্রিকেটার কমানোর ভাবনা বিসিবির
স্পোর্টস ডেস্কঃ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দলের অংশগ্রহণে এবারের বিপিএলকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিদেস্ক
 
বিপিএলের আগের আসরে প্রতিটি দলের একাদশে চারজন করে বিদেশি খেলোয়াড় রাখা যেত। কিন্তু আসন্ন আসরে বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমানোর ভাবনা বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফ্র্যাঞ্চাইজি সংখ্যা কম হওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগ তৈরি করে দিতে এমন ভাবনা তাদের।
 
 
বিপিএলের সঙ্গে একই সময়ে হবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট- সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগ। ফলে পর্যাপ্ত বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। দল কমে যাওয়ায় দেশি ক্রিকেটারদের সুযোগও কমতে যাচ্ছে।
 
 
এই ভাবনায় ৪ বিদেশির জায়গায় প্রতিটি দলে দেখা যেতে পারে তিন বিদেশিও। এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন বিসিবির পরিচালক ও বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদীন ফাহিম। তার মতে, তিন বিদেশির নিয়ম চালু হতে পারে বিপিএলে।
 
 
সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘অনেক কিছুই হতে পারে। যাতে আমাদের এবং খেলোয়াড়দের স্বার্থ রক্ষিত হয়। আমাদের চেষ্টা থাকবে যেভাবেই হোক না কেন... সাধারণত পাঁচটি দলে যতজন ঘরোয়া ক্রিকেটার থাকে, সেই সংখ্যাটা কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না। তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থটা রক্ষিত হবে। কিন্তু তারপরও আমি বলব, সাত বা আটটা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না। এটা খুব দুঃখজনক হবে।’
 
বিপিএলের সঙ্গে একই সময়ে হবে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় বিদেশি ক্রিকেটাররাও ব্যস্ত থাকবেন নানা টুর্নামেন্টে। সেজন্য খেলোয়াড়দের আসা-যাওয়া অব্যাহত থাকতে পারে। যাতে সায় দিচ্ছে বিসিবিও। পুরো আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিরা তাদের সামর্থ্য অনুযায়ী বিদেশি ক্রিকেটার নিয়ে আসতে পারবেন। এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের আরেক সদস্য ইফতেখার রহমান মিঠু।
 
 
তিনি বলেন, ‘হ্যাঁ, এটা থাকবে। কারণ, সবাই চায় টুর্নামেন্ট যাতে জমজমাট হয়, আমরাও চাই জমজমাট হবে। এখন জিনিসটা হচ্ছে একই সময়ে তিনটি লিগ চলছে, এটা আপনাদের বুঝতে হবে। বিশেষ করে আইএল টি-টোয়েন্টিতে সব বিদেশি খেলোয়াড়। সুতরাং এটা (নির্দিষ্ট ম্যাচের জন্য ইচ্ছামতো বিদেশি আনা) আমরা খোলা রাখছি। এবার আমরা বিদেশি রেজিস্ট্রেশন কোনো ক্যাপ (নির্দিষ্ট) করে দিইনি। দুটি ম্যাচ একজন গ্রেট খেলোয়াড় এসে খেলল, ওটাই তো আমাদের জন্য অনেক বড় পাওয়া।
 
এদিকে জানা গেছে, গত বিপিএলে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগে অভিযুক্ত ক্রিকেটার, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে বিশেষ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড, যেখানে তাদের সামনের মৌসুমে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
 
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145602