মা হওয়ার পর জীবন বদলে গেছে: রানী মুখার্জি

মা হওয়ার পর জীবন বদলে গেছে: রানী মুখার্জি
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি মাতৃত্বের অনুভূতি নিয়ে জানালেন এক গভীর সত্যের কথা।
 
তিনি বলেন, “মা হওয়ার পর বুঝলাম, আমি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নই, আমার সন্তানই এখন আমার পৃথিবী।”
 
রানীর এই কথায় ফুটে উঠেছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতিচ্ছবি। দীর্ঘদিন পর্দায় রাজত্ব করা এই অভিনেত্রী এখন নিজের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখেছেন সন্তানকে। তিনি বুঝতে পেরেছেন, মাতৃত্ব কেবল একটি পরিচয় নয়, বরং এক নতুন জীবনের সূচনা যেখানে সন্তানের সুখই মায়ের পরম আনন্দ।
 
রানী মুখার্জির এই উপলব্ধি জীবনের বাস্তবতা ও মমতার গল্প একসঙ্গে বলে যায়। তাঁর কথায় আজকের অনেক নারী খুঁজে পান নিজের জীবনের প্রতিচ্ছবি—যেখানে ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগ এক সুতায় গাঁথা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145596