কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা

মফস্বল ডেস্ক: শেরপুরের নকলা উপজেলায় এক কৃষি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) এবং তার সহযোগী ফজলুর (৩২) বিরুদ্ধে। বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে এ ঘটনা ঘটে।

রাহাত নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের সুরুজ মোওলা ছেলে এবং ফজলু একই গ্রামের সিরাজুল হকের ছেলে।মারধরের শিকার ওই কৃষি কর্মকর্তা শাহরিয়ার মুরসালিন বলেন, ‘বুধবার বিকাল আড়াইটার দিকে রাহাত ও ফজলু আমার অফিসে আসে। কৃষি প্রণোদনার তালিকায় তাদের পছন্দমতো ব্যক্তিদের নাম না থাকায় তারা বলেন, “নেতাদের ভাগ কোথায়? আমাদের ভাগ দিতে হবে।” আমি বলি, রাজনৈতিক কারও ভাগ দেওয়ার সুযোগ নেই। এতেই তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।‘বিষয়টি আমি স্থানীয় বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি খোরশেদ আলমকে জানালে রাহাত আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং সহকারী ফজলুকে নিয়ে আমাকে অফিসের ভেতরেই মারধর করেন। পরে আমি চিৎকার করলে তারা দ্রুত পালিয়ে যান।’

এদিকে ঘটনার পর রাতেই নকলা থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং ৫) দায়ের করা হয়েছে। মামলায় ছাত্রদল নেতা রাহাত হাসান কাইয়ুম ও ফজলুকে আসামি করা হয়েছে।

শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী গণমাধ্যমে বলেন, ‘বিষয়টি শুনেছি। ঘটনার সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম সাংবাদিককে বলেন, ‘কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145549