দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা উদ্ধার

দিনাজপুরে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ঢাকাইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক ব্যক্তির নাম মো. পশির উদ্দিন। গত সোমবার পরিদর্শক আব্দুর রহমানের নেতৃত্বে ডিএনসির একটি বিশেষ দল ঢাকাইয়াপাড়া খোসালপুর, নশিপুর এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে চারটি বস্তায় রাখা মোট ২৮টি পোটলায় প্যাকেটজাত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরিদর্শক আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে তার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ২২ হাজার ৬শ’ টাকা।

আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) ২ জনকে আসামি করে দিনাজপুর কোতয়ালী থানায় গতকাল মঙ্গলবার রাতে একটি নিয়মিত মামলা হয়েছে। এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145529