বগুড়ার শিবগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের বিরুদ্ধে দুদক’র চার্জশিট

বগুড়ার শিবগঞ্জ উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আজিজুলের বিরুদ্ধে দুদক’র চার্জশিট

কোর্ট রিপোর্টার : তথ্য গোপন করে জ্ঞাত আয় বহির্ভুত ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র দায়েরকৃত মামলায় শিবগঞ্জ উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে অভিযুক্ত করে দুদক আইনে চার্জশিট দাখিল করা হয়েছে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর এলাকার বানাইলের মৃত মোজাম্মেল হকের ছেলে।

অভিযুক্ত আসামি আজিজুল হকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারির জন্য আবেদন করা হয়েছে। দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী সাবেক পরিচালক হাফিজুর রহমান বাদি হয়ে বগুড়া জেলা কার্য়ালয়ে গত ২০২৪ সালের ২৯ জানুয়ারি ওই আসামির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি আজিজুল হকের প্রতি সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়। আজিজুল হক গত ২০২৩ সালের ১০ মে দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন।

ওই সম্পদ বিবরণী অনুসন্ধান করে দুদক। সম্পদ অর্জনের তথ্য গোপন করে কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ জ্ঞাত আয় বহির্ভুত ১ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৮১৪ টাকার সম্পদ অর্জন করে আসামি আজিজুল হক দুদক আইনের অপরাধ করেছে মর্মে বলা হয়।

মামলাটি তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রোকনুজ্জামান ওই আসামিকে অভিযুক্ত করে গত ২৪ অক্টোবর সইকৃত অভিযোগপত্র বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে দাখিল করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145528