পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেয়ার চেষ্টা

পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে আগুন দেয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার : বগুড়া জিলা স্কুলের সাবেক শিক্ষক শ্যামল ভট্টাচার্য এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনের সিঁড়িতে পলিথিনের ব্যাগ পোড়ানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কে বা কারা বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের কাছে তাদের বাড়ির প্রবেশদ্বারের সিঁড়িতে পলিথিন পুড়িয়েছে।

এই সময় শ্যামল ভট্টাচার্যের স্ত্রী বাড়িতে ছিলেন। এই ঘটনার পর পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর আজ বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম জানান, বাড়িতে প্রবেশের পুরাতন সিঁড়িতে পলিথিনের ব্যাগ পোড়ানোর হয়েছে বলে মনে হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145509