বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশ থেকে মোফাজ্জল হোসেন (৫৩) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে পুলিশ উপজেলার গন্ডগ্রাম মিঞাপাড়া এলাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস থকে সরকারী শাহ সুলতান কলেজে যাওয়ার রাস্তার পাশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।

স্বজনরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মোফাজ্জল। এরপর আর বাড়ি ফেরেননি। আজ বুধবার (৫ নভেম্বর) লোকমুখে জানতে পারেন শাজাহানপুর উপজেলাধীন বগুড়া শহরের গন্ডগ্রাম এলাকায় মোফাজ্জলের গলাকাটা লাশ পড়ে আছে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আজ বুধবার (৫ নভেম্বর) সকালে পথচারীরা রাস্তার পাশে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, লাশ উদ্ধারের স্থানে মোফাজ্জলের অটোরিকশাটি পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে। হত্যাকান্ডের ক্লু উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিতে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145506