বগুড়ার দুপচাঁচিয়ায় তালুচ হাট মার্কেট ভবন নির্মাণ কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালুচ হাটে চারতলা মার্কেট ভবন নির্মাণ কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। মাঝপথে ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হওয়ায় মার্কেট ভবনটি নির্মাণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় উপজেলা তালুচ হাটে ২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ৩১৬ টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইতলা মার্কেট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। বগুড়া গোহাইল রোডে খান্দার এলাকার মেসার্স রহমান ট্রেডার্স’র মালিকানাধীন হামিদুর রহমান ঠিকাদার নির্বাচিত হন।
কাজটি ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর শুরু এবং গত ২০২১ সালে ৩০ জানুয়ারি শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুপচাঁচিয়ার উপজেলার তত্ত্বাবধানে নির্বাচিত ঠিকাদার যথাসময়ে কাজ শুরু করেন। নির্বাচিত ঠিকাদারের গড়িমসির কারণে প্রায় পাঁচ বছর অতিবাহিত হলেও মার্কেট হাটে ভবনটি নির্মাণ কাজ শেষ হয়নি।
এ বিষয়ে নির্বাচিত ঠিকাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি। এ দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বিষয়টি গত মাসে উপজেলা উন্নয়ন কমিটির মাসিক সভায় উপস্থাপন করেন এবং দ্রুত মার্কেট ভবনটির নির্মাণ কাজ শেষ করার জন্য সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের দৃষ্টি আর্কষণ করেন। সভায় এ বিষয়ে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়।
আজ বুধবার (৫ নভেম্বর) উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, তালুচ হাটে চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট দুইতলা মার্কেট ভবন নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, যা অনেকটা দৃশ্যমান রয়েছে। মেঝেসহ টুকিটাকি কিছু কাজ বাকী আছে। নির্বাচিত ঠিকাদারের সাথে যোগাযোগ করেছেন। কাজটি আবারও শুরু করে তা দ্রুত বাস্তবায়ন করবেন বলেও জানিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145503