অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা
অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা অভিযোগে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন 'এ্যাপোনিয়া'- নামের একটি অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।
এসময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে মামলাটি তদন্ত করে আগামী বছরের ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জানা যায়, সম্প্রতি শাড়ি নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজ এ্যাপোনিয়া'র কর্ণধার এক নারী উদ্যোক্তা। এরপর তানজিন তিশাকে নিয়ে তৈরি হয় তুমুল বিতর্ক ও সমালোচনা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, শাড়িটি নাকি তাকে উপহার দিয়েছেন ওই নারী উদ্যোক্তা।
এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলার বাদী আমিনুল ইসলামের পক্ষে তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ।
আইনি নোটিশে এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে।
কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তানজিন তিশা। এজন্য তানজিন তিশার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলায় দণ্ডবিধি আইনের ৪২০ ও ৪০৬ ধারায় বর্ণিত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, 'তানজিন তিশার মতো সেলিব্রিটি একজন মানুষ নারী উদ্যোক্তার সঙ্গে যে ধরনের প্রতারণা করেছেন তা কাম্য নয়। তিনি চাইলেই বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু সেটা না করে তার ভেরিফায়েড ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দিয়ে সামাজিকভাবে হেয় করেছেন।'
তিনি আরও বলেন, 'একজন নারী উদ্যোক্তাকে যেখানে উনার উৎসাহিত করার কথা, সেখানে তিনি করলেন প্রতারণা। এ জন্য তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো জবাব তিনি দেননি। তাই তানজিন তিশার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে।'
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145499