বগুড়ার আদমদীঘিতে টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না তোতার, সাহায্য নিয়ে বাঁচাতে চান পরিবার
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : এক সময়ের কর্মক্ষম মানুষটির বসবাস এখন একটি হুইল চেয়ারে। মরণঘাতি হার্টের সমস্যায় ক্রমেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন তোতা আলী মন্ডল। আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের মৃত ওসমান আলী মন্ডলের ছেলে। একসময় দিনমজুরের কাজ করে পাঁচ সদস্যের পরিবারের ভার বহন করতেন।
সংসারে স্বচ্ছলতা ফেরাতে ১৪ মাস আগে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন। ভাগ্যের পরিহাসে মাত্র এক বছর পরই তার হার্টে ব্লক ধরা পড়ে, অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন আবারও ধারদেনা করে তাকে দেশে ফিরিয়ে আনেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা ও ওষুধ কিনতে পারছে না তার পরিবার। এমন দুর্দশায় চিকিৎসার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবার।
স্ত্রী রুমি বেগম বলেন, অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য ধারদেনা করে গত ১ অক্টোবর দেশে ফিরিয়ে এনেছি। এরপর বগুড়া ও ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে। এখন টাকার অভাবে চিকিৎসা চালাতে পারছি না। এমনকি নতুন হুইল চেয়ারের টাকাও নেই, পুরাতন হুইল চেয়ার মেরামত করে চালাচ্ছি। সরকার বা সমাজের বিত্তবানরা সাহায্য করলে তার চিকিৎসা করানো সম্ভব হতো।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন বলেন, আমাদের অফিসে একটি লিখিত আবেদন দিলে তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করব। তাছাড়া ইউএনও বরাবর আবেদন করলে নতুন হুইল চেয়ারের ব্যবস্থাও করা যেতে পারে। সমাজের বিত্তবান ও দয়ালু মানুষের একটু সহায়তা তাকে বাঁচাতে পারে। বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৯৭ ৭৪৮০৭৬
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145497