কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চোরাই অটোরিকশাসহ যুবক গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাটারি চালিত অটোরিকশাসহ জাকির হোসেন(২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামে এবং সে ওই এলাকার হাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার রাত সাড়ে ১১ টায় যাত্রী সেজে ব্যাটারি চালিত অটোতে উঠেন চোরের চক্রটি। ফুলবাড়ী নাগেশ্বরী রোডের খড়িবাড়ী সাইফুর রহমান সরকারি কলেজের সামনে অটোচালককে অচেতন করে রাস্তায় চালকে ফেলে অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার করলে স্থানীয় জনতা চুরি হওয়া অটোরিকশাসহ জাকির হোসেনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয় জনতা যুবককে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আটক যুবকসহ অটোরিকশাটি থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশার মালিক গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেছে। চুরির অপরাধে গ্রেফতার যুবককে গতকাল মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145475