সিরাজগঞ্জে দুই হোটেল ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় দুই হোটেলে ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত সোমবার উপজেলার এনায়েতপুর থানার এনায়েতপুর নৌকা ঘাটে উপজেলা নির্বাহী অফিসার (ভার প্রাপ্ত) মো: হাসিবুর রহমানের নেতৃত্বে গোলাম হোটেল ও রাজার হোটেল ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ২টি হোটেলকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয় বলে গতকাল মঙ্গলবার সকালে নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো: আ: হালিমসহ আনসার সদস্যবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাসিবুর রহমান জানান, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145471