টানা জয়ে রেকর্ড আর্সেনালের
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগেও উড়ছে আর্সেনাল। এবার স্লাভিয়া প্রাহাকে হারিয়ে টানা চার জয় তুলে নিলো মিকেল আর্তেতার দল। মিকেল মেরিনোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছে গানার্সরা। অন্য গোলটি করেছেন বুকায়ো সাকা। টানা চার জয়ে আর্সেনালের পয়েন্ট হলো ১২।
এদিন দারুণ এক রেকর্ডও ছুঁয়েছে আর্তেতার দল। সব প্রতিযোগিতা মিলিয়ে কোনো গোল হজম না করে সবশেষ আট ম্যাচের সবকটি জিতল আর্সেনাল। ইংল্যান্ডের শীর্ষ লিগের কোনো ক্লাবের যা যৌথ রেকর্ড। ১৮৮৯ সালে প্রেস্টন ও ১৯২০ লিভারপুল কোনো গোল হজম না করে টানা আট ম্যাচে জয় পেয়েছিল। চেক রিপাবলিকের দলটির মাঠেবুকায়ো সাকার গোলে প্রথমার্ধের ৩২তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। স্পট কিকে গোলটি করেন সাকা। দ্বিতীয়ার্ধের ৪৬তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসারের পাসে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। ৬৮তম মিনিটে আরেকটি গোলে জয় নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145453