অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা করলো পুলিশ
পুলিশের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে করে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বুধবার (৫ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে। পুরস্কারের পরিমাণ-এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। আর প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।

এতে আরও জানানো হয়, লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
গত বছরের (২০২৪) ১০ই আগস্ট, তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী প্রথমবার লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তথ্য দিলে পুরস্কার দেওয়ার কথা জানান। পরবর্তীতে, ২৫শে আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কারের পরিমাণ ঘোষণা করেন।
তবে, প্রথম দফার এই ঘোষণায় তেমন কার্যকর ফলাফল মেলেনি। অনেক অস্ত্র ও গোলাবারুদ এখনও নিখোঁজ রয়েছে। এজন্য বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বাকি অস্ত্রগুলোও দ্রুত উদ্ধারে এই পুরস্কারের ঘোষণা পুনর্ব্যক্ত করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145443