লিভারপুল পরীক্ষায় ফেল রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক : ছন্দ ফিরে পেতে শুরু করেছে লিভারপুল। অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিলো আর্নে স্লটের দল।
প্রিমিয়ার লিগে টানা সাত ম্যাচের মধ্যে ছয়টিতে পরাজয়ের পর গত শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের পথে ফেরে লিভারপুল। সেই জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই এবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে তারা। জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক এলিস্টার। স্কোরলাইনে ব্যবধান যতটা কম দেখা গেছে, খেলার বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। লিভারপুল একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে পুরো ম্যাচে। দ্বিতীয়ার্ধে এসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেডে গোল পায় স্বাগতিকরা। ডমিনিক সোবোস্লাইয়ের নিখুঁত ফ্রি-কিক থেকে বল জালে জড়ান তিনি (৬১ মিনিটে)।
পুরো ম্যাচে রিয়ালের রক্ষাকবচ ছিলেন কেবল থিবো কুর্তোয়া। দুর্দান্ত ফর্মে থাকা এই বেলজিয়ান গোলরক্ষক একাধিক অবিশ্বাস্য সেভ করেছেন, যার মধ্যে ছিল সোবোস্লাইয়ের চারটি শট এবং ভার্জিল ফন ডাইকের এক দারুণ হেড প্রতিহত করা। অন্যদিকে, সাবেক লিভারপুল তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড এখন রিয়াল মাদ্রিদের হয়ে বেঞ্চে ছিলেন এবং ম্যাচের শেষদিকে নামলেও কিছুই করতে পারেননি। তার নাম শুনে গ্যালারিতে লিভারপুল সমর্থকদের প্রবল দুয়ো ওঠে।
জুড বেলিংহাম ও কিলিয়ান এমবাপের মতো তারকারা নিষ্প্রভ থাকায় রিয়াল মাদ্রিদকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়নি আর্নে স্লটের দল। ফলে লিভারপুল তুলে নেয় চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145434