বগুড়া শাজাহানপুরে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার 

বগুড়া শাজাহানপুরে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখা যায়। উপজেলার গন্ডগ্রাম মিঞাপাড়া এলাকায়  বিশ্বরোডে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক অফিস থকে সরকারী শাহ সুলতান কলেজে যাওয়ার সড়কের পাশে আজ বুধবার(৫ই নভেম্বর) সকালে পথচারিরা লাশটি দেখতে পান । 

সংবাদ ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভীড় করে। কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু সুফিয়ান জানান,  সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন অজ্ঞাত লাশটি শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রমের বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।  

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145420