বাংলাবান্ধা জিরোপয়েন্টে দেশের সবচেয়ে উঁচু ফ্লাগস্ট্যান্ড উদ্বোধন

বাংলাবান্ধা জিরোপয়েন্টে দেশের সবচেয়ে উঁচু ফ্লাগস্ট্যান্ড উদ্বোধন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্টে ১১৭ ফুট উচ্চতায় নির্মিত দেশের সবচেয়ে উঁচু ফ্লাগস্ট্যান্ডের উদ্বোধন করলেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাবান্ধা ফ্লাগস্ট্যান্ড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পঞ্চগড় জেলা প্রশাসক বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারতের একটি বড় জাতীয় পতাকা দন্ডায়মান থাকে। অপরদিকে আমাদের সীমান্তের বাংলাদেশের পতাকা ছোট একটি ফ্লাগস্ট্যান্ডে উঠানো হতো। যেহেতু বাংলাদেশের মানচিত্রে শুরু তেঁতুলিয়ার বাংলাবান্ধা সেই কারণে জেলা প্রশাসনের উদ্যোগে দেশের সবচেয়ে উঁচু ১১৭ ফুট এই ফ্লাগস্ট্যান্ডটি নির্মাণ করা হয়। এই ফ্লাগস্ট্যান্ডে আমাদের প্রাণের জাতীয় পতাকা স্ব-গর্বে উড়বে স্বাধীন বাংলার মুক্ত আকাশে। তিনি বলেন, পঞ্চগড়ের জেলার মধ্যে তেঁতুলিয়া উপজেলা একটি সম্ভাবনাময় পর্যটন জোন হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করছে। এখানে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। আমাদের এই জাতীয় পতাকা স্ট্যান্ড অন্যান্য পতাকা স্ট্যান্ড থেকে সু-উচ্চ হওয়ায় এর নকশা ও কারুকাজ একটু ভিন্ন আদলে থাকায় পর্যটকদের ভালো লাগবে।  

এসময় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন (বর্ডার গার্ড বাংলাদেশ) এর অধিনায়ক মো. মনিরুল ইসলাম, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু, তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মূসা মিঞা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, স্থলবন্দরের ব্যবসায়ীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ উৎসুক জনতা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ফ্লাগস্ট্যান্ডটি তত্ত্বাবধানের জন্য বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145416