দেবকে ফিরিয়ে দিয়েছিলেন সোহিনী

দেবকে ফিরিয়ে দিয়েছিলেন সোহিনী

বিনোদন ডেস্ক : সোহিনী সরকার, কলকাতার এই সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী। তার জনপ্রিয়তার কথা বিবেচনা করেই দেবের ‘রঘু ডাকাত’ সিনেমায় কাজের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু সোহিনী দেবের সেই প্রস্তাব ফিরিয়ে দেন সোহিনী সরকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘রঘু ডাকাত’র প্রচারের সময় দেবই আমাকে এই বিষয়টা নিয়ে বলেছিল, তুই তো আমায় না করেছিলি। দু’বার না বলার পরও আবার যখন ‘রঘু ডাকাত’-এ আমায় কাজ করার জন্য দেব বলে, তখন বুঝেছিলাম- সে আমার ‘না’ বলাকে সম্মান করেছে।

সাম্প্রতিক সময়ে ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন সোহিনী।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145407