জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মী শনাক্ত ঢাবির

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মী শনাক্ত ঢাবির

ঢাবি প্রতিনিধিঃ জুলাই আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সংঘটিত হামলা, সহিংসতা ও অনিয়মের ঘটনায় জড়িত ৪০৩ জনের নাম চূড়ান্তভাবে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদের সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী। শনাক্তদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনের ক্যাম্পাসে সংঘটিত সহিংসতার তদন্ত কমিটির সদস্য-সচিব সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, “শনাক্ত তালিকায় কিছু বহিরাগতও আছে, তবে অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

‘কারণ দর্শাও নোটিশ’ শীর্ষক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়— ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সহিংসতার ঘটনায় প্রথম ধাপে ১২৮ জন শিক্ষার্থীর নাম তদন্তে আসে। সিন্ডিকেটের আলোচনার ভিত্তিতে তাদের ইতোমধ্যে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

পরবর্তীতে দ্বিতীয় দফার তদন্তে আরও নাম উঠে আসে। মোট ৪০৩ জনের সংশ্লিষ্টতা পাওয়ায়, তাদের কেন বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তার লিখিত ব্যাখ্যা বিজ্ঞপ্তি প্রকাশের ৭ কার্যদিবসের মধ্যে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে জবাব না পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় একতরফাভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র বলছে, জুলাইয়ের সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে ঢাবি প্রশাসন। এখন থেকে ধাপে ধাপে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কাজ শুরু হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145402