পঞ্চগড়ে লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক ১

পঞ্চগড়ে লাউক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, আটক ১

আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে লাউ ক্ষেত থেকে তনজিনা(৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার ধামোর গ্রামে এক ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মজিবরের স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দিলু নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। 

জানা যায়, এক বছর আগে দুই ছেলে সন্তান রেখে তনজিনার স্বামী চাল ব্যবসায়ী মজিবর রহমান মারা যান। পরবর্তীতে মিনাল নামে এক যুবকের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ে করেন তারা। এদিকে সন্তানসহ পারিবারিকভাবে তাদের বিয়ের স্বীকৃতি না দেওয়ায় এবং পারিবারিক চাপে গত বৃহস্পতিবার বিয়ে বিচ্ছেদ সংক্রান্ত কাজে পঞ্চগড় কোর্টে যায়। কিন্তু আর বাড়ি ফিরেনি তানজিনা। 

ওইদিন দিবাগত রাতে তনজিনার বাসায় আসে পুলিশ। পুলিশের বরাতে স্থানীয়রা জানতে পারেন যে, তনজিনা জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল দিয়ে অভিযোগ করে বলেন, তাকে কোনো এক অন্ধকার জায়গায় আটকে রেখে মিনাল নামের এক যুবক চলে গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 

এদিকে গতকাল সোমবার সকালে এলাকার জাহিরুলের লাউ ক্ষেতে কয়েকজন লাউ তুলতে আসলে শ্রমিকরা মরদেহ পরে থাকতে দেখেন। কাছে গিয়ে তনজিনার পরিচয় শনাক্ত করা হয়। পরে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে।

বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহিদুল ইসলাম জানান, তথ্য পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। কি কারণে মারা গেছে তা জানতে মরদেহ পঞ্চগড় সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে এ ঘটনায় মিনালের বাবা দিলুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145400