আজ নিউইয়র্কের মেয়র নির্বাচন

আজ নিউইয়র্কের মেয়র নির্বাচন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেয়র নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। আজ মঙ্গলবার হবে মূল ভোটগ্রহণ। নির্বাচনে গতকাল পর্যন্ত বিভিন্ন জরিপে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এগিয়ে ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত বিভিন্ন জরিপে স্পষ্টভাবে এগিয়ে আছেন। এমারসন কলেজ, পিআইএক্স ১১ ও দ্য হিলের যৌথ জরিপে দেখা গেছে, মামদানি ৫০ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোর সমর্থন ২৫ শতাংশ। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্ল্লিওয়ার সমর্থন ২১ শতাংশ।

অন্যদিকে প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো প্রাইমারিতে পরাজয়ের পর স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। তিনি অপরাধ দমন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। রিপাবলিকান কার্টিস স্লিওয়া আইনশৃঙ্খলা ইস্যুতে প্রচারণা চালালেও ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাট ঘেঁষা শহরে তার সম্ভাবনা সীমিত।

এবার রেকর্ড ৭ লাখ ৩৫ হাজারের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো স্থানীয় নির্বাচনে সর্বোচ্চ অংশগ্রহণ। ২০২১ সাল থেকে এখানে চালু হয়েছে ‘র‌্যাঙ্কড চয়েস ভোটিং’ ব্যবস্থা, যেখানে ভোটাররা সর্বোচ্চ পাঁচ প্রার্থীকে পছন্দক্রমে র‌্যাঙ্ক দেন। কোনো প্রার্থী সরাসরি ৫০ শতাংশের বেশি ভোট না পেলে দ্বিতীয় পছন্দ অনুযায়ী ধাপে ধাপে পুনর্গণনা করা হয়।

জোহরান বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সমর্থন বৃদ্ধিতে সক্ষম হয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন গত মাসে ৫০ শতাংশ থেকে বেড়ে ৭১ শতাংশ হয়েছে। ৫০ বছরের নিচের ভোটারের মধ্যে ৬৯ শতাংশ তাকে সমর্থন করছেন, ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে সমর্থন যথাক্রমে জোহরান ৩৭ শতাংশ, কুওমো ৩১ শতাংশ, স্ল্লিওয়া ২৮ শতাংশ।

মারিস্ট নিউ ইয়র্ক সিটি জরিপে দেখা যায়, জোহরান কুওমোর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, আর স্ল্লিওয়ার তুলনায় ৩২ পয়েন্টে এগিয়ে। সিদ্ধান্তহীন ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ জোহরানের পক্ষে, ৩২ শতাংশ কুওমোর এবং ১৬ শতাংশ স্ল্লিওয়ার পক্ষে। জরিপটি ২৪-২৮ অক্টোবরের মধ্যে পরিচালিত হয়। সূত্র : বিবিসি, রয়টার্স

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145329