সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২

সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১২৬২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২৬২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৪৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অভিযানে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটারগান, ২৩টি ককটেল ও একটি হাঁসুয়া জব্দ করা হয়েছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145272