দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়

দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের গো-খাদ্য ধানের খড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও অঞ্চলগুলোতে। এতে অত্র উপজেলায় খড় ও গো-খাদ্যর সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। জানা যায়, বিক্রিত খড় অত্র উপজেলা থেকে ট্রাক বা ট্রলিসহ অন্যান্য পরিবহনযোগে দেশের বিভিন্ন জেলাসমূহে যাচ্ছে। বর্তমান বাজার দরে এসব খড় ২০ গন্ডায় ১ পন হিসেবে ধরে ৩২০ টাকা থেকে ৩৪০ টাকা দরে বিক্রি করছেন কৃষকরা।

উপজেলার ছয়টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে এক শ্রেণির খড় ব্যবসায়ী তাদের মনোনীত এজেন্টের মাধ্যমে কৃষকদের কাছ থেকে এসব খড় নামমাত্র মূল্যে ক্রয় করে। পরে  উপজেলা সদরের সুবিধাজনক স্থানে নিয়ে এসে ট্রাক বা ট্রলি ভর্তি করে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন উচ্চমূল্যের আশায়।

কৃষকরা জানান, আমন ধান কাটা-মাড়াইয়ের প্রথম থেকেই আমন ধানের খড় এ অঞ্চল থেকে অন্য জেলায় বিক্রি হচ্ছে। ফলে গো-খাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145208