গাইবান্ধার পলাশবাড়ীতে আমন গাছে গোড়াপঁচা রোগ বালাইনাশকেও কাজ হচ্ছে না

গাইবান্ধার পলাশবাড়ীতে আমন গাছে গোড়াপঁচা রোগ বালাইনাশকেও কাজ হচ্ছে না

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে ধান ক্ষেতে দেখা দিয়েছে গোড়াপঁচা রোগ। বালাইনাশক ও পচনরোধক স্প্রে করেও থামছে না আক্রমণ। এ অবস্থায় ধান ক্ষেত নষ্ট হওয়ার শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ফলন বিপর্যয়ের আশঙ্কায় তাদের মুখে উদ্বেগ আর হতাশার ছাপ স্পষ্ট।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা-আমন মৌসুমে পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৩ হাজার ৮১০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে কিছু জমিতে ছত্রাকজনিত গোড়াপঁচা রোগ দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আমনের ক্ষেতে খোলাপঁচা বা গোড়াপঁচা রোগে গাছ কুঁকড়ে গেছে। পাতাগুলো হলদে হয়ে ঝুলে পড়েছে। কৃষকরা জমিতে দাঁড়িয়ে কীটনাশক ছিটাচ্ছেন। পৌরশহরের আন্দুয়া গ্রামের কৃষক আতোয়ার রহমান জানান, প্রায় তিন সপ্তাহ আগে একটানা বৃষ্টির পর থেকেই রোগটি ছড়িয়ে পড়েছে। প্রথমে কিছু জমিতে দেখা দিলেও এখন তা দ্রুত ছড়িয়ে পড়ছে। কিশোরগাড়ী ইউনিয়নের বুজরুক টেংরা গ্রামের ফজলুর রহমান জানান, নিয়মিত পরিচর্যা করেও রোগ ঠেকাতে পারছি না। স্প্রে করতে টাকা খরচ হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন সোহেল জানান, বৈরী আবহাওয়ার কারণে এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়ে থাকে। এছাড়া নিচু জমিতে পানি জমে থাকায় ছত্রাক সহজেই সংক্রমণ ঘটাতে পারে। তবে অনেক কৃষক নিয়ম মেনে ও সঠিক পদ্ধতিতে স্প্রে না করায় সমস্যাটা আরও বেড়ে যায়। ফলে মাঠপর্যায়ে কৃষকদের সঠিকভাবে স্প্রে করার পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145207