পাবনার চাটমোহরে আবারও অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পানি প্রবাহ বাঁধা সৃষ্টি করে স্থাপিত অবৈধভাবে সোঁতিবাঁধ আবারো উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী উপজেলার ডিকশি বিলের সোঁতিবাঁধ উচ্ছেদ করেন। এ সময় জব্দ করা হয় জাল।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ডিকশি বিলে পানি প্রবাহ বাঁধা দিয়ে অবৈধভাবে সোঁতিবাঁধ স্থাপন করায় তা উচ্ছেদ করা হয়। এক শ্রেণির অসাধু চক্র এই অপকর্মের সাথে জড়িত বলে জানান তিনি। পরে সোঁতিবাঁধের জব্দকৃত জাল প্রকাশ্যে পোড়ানো হয়।
অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আ: মতিন, পার্শ্বডাঙ্গা ও মূলগ্রাম ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো: আহসানুল হাবিবসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এনিয়ে চলতি মৌসুমে প্রশাসন উপজেলার বিভিন্ন বিল-নদী ও জলাশয় থেকে বেশ কয়েকটি সোঁতিবাঁধ উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145204