মুগডালে রঙ পাওয়ায় বগুড়ায় চার দোকানীর লাখ টাকা জরিমানা

মুগডালে রঙ পাওয়ায় বগুড়ায় চার দোকানীর লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়াতেও মুগডালে রঙের অস্তিত্ব মিলেছে। বগুড়া শহরের ডালপট্টির বিভিন্ন দোকানে আজ রোববার (২ নভেম্বর) অভিযান পরিচালনা করে মুগডালে রঙের অস্তিত্ব মেলায় চার ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য অধিদপ্তর বগুড়া কার্যালয়ের মো. রাসেল মিয়া যৌথভাবে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ঢাকায় মুগডালে রঙ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে বগুড়ায় অভিযান পরিচালনা করে চার দোকানীর ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জারিমানা করা হয়েছে। অন্য দোকানীদের সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি জানান, ব্যবসায়ীদের এক দিন সময় দেওয়া হয়েছে যাতে তারা রঙ মিশ্রিত ডাল বদলাতে পারেন। একদিন পর আবার অভিযান পরিচালনা করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145202