রংপুরের তারাগঞ্জে সাড়ে ৪শ’ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটা
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ বাজারের প্রায় সাড়ে ৪শ’ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তারাগঞ্জ বাজারের মূল রাস্তাটি নতুন চৌপথী বাসস্ট্যান্ড থেকে শুরু করে বাজারের অগ্রণী ব্যাংক মোড় পর্যন্ত খুবই ব্যস্ততম সড়ক।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। কাক ডাকা ভোর থেকে শুরু করে সারারাত পর্যন্ত এ রাস্তা দিয়ে লোক চলাচল করে। প্রায় এক বছর আগে নতুন চৌপথী বাসস্ট্যান্ড থেকে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত রাস্তাটির কাজ হয়। এক বছর পার হলেও বাকি অংশ প্রায় সাড়ে ৪শ’ মিটার রাস্তা পথচারীদের গলার কাঁটায় পরিণত হয়েছে।
ইট বিছানো রাস্তাটিতে ইটগুলো ভেঙে গিয়ে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে কোথাও কোথাও হাটু পানি জমে থাকে। বিভিন্ন অংশে খানাখন্দের কারণে এ রাস্তাটিতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145199