১২৯ মিটারের বিশাল ছক্কায় ডেভিডের নতুন রেকর্ড

১২৯ মিটারের বিশাল ছক্কায় ডেভিডের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্কঃ হোবার্টের বেলেরিভ ওভালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ব্যাটার টিম ডেভিড। রোববার (২ নভেম্বর) তিনি হাঁকালেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় ছক্কা ১২৯ মিটার দূরত্বে!

অক্ষর প্যাটেলের বলে ডাউন দ্য গ্রাউন্ডে আঘাত করা সেই ছক্কাটি গিয়ে লাগে মাঠের বুন স্ট্যান্ডের ওপরের “নিনজা স্টেডিয়াম” সাইনবোর্ডে। ফক্স ক্রিকেটের হিসাব অনুযায়ী, সাইনবোর্ডে না লাগলে বলটি আরও দূরে গিয়ে পড়ত। ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড উত্তেজনায় বলেন, “ওটা তো প্রায় ডারওয়েন্ট নদীতে পড়ছিল!”

প্রথম দিকে ট্রাভিস হেড (১৪) ও জশ ইংলিস দ্রুত আউট হলে ক্রিজে আসেন টিম ডেভিড। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর ঝড় তোলেন তিনি। মাত্র ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৭৪ রানে আউট হন। তার দারুণ ইনিংসে অস্ট্রেলিয়া ২০ ওভারে করে ১৮৬ রান।

শেষ দিকে মার্কাস স্টয়নিস ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বাড়ান। ভারতের হয়ে আর্শদীপ সিং ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচটি ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে মেলবোর্নে চার উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে তারা এখন ১-০ তে এগিয়ে আছে।

এই রেকর্ড ছক্কার পর টিম ডেভিডের নাম উঠে গেল ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় হিটারদের তালিকায়—শহিদ আফ্রিদি, ব্রেট লি ও ক্রিস লিনের পাশে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145182