ভয়ংকর নাশকতার পরিকল্পনা ছিল ছাত্রলীগ নেতা তানজিলের : পুলিশ
সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২ নভেম্বর) ভোররাতে সাভারে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির মোল্লানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
গ্রেপ্তার তানজিদুর রহমান তানজিল (২৪) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে।
তিনি সাভার উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি, এ ছাড়া সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ জানায়, রবিবার ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মোল্লানগর এলাকায় অভিযান চালিয়ে সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার ভয়ংকর পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তার ব্যাপক ভূমিকা রয়েছে বলে তিন স্বীকার করেছেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।