জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে মাঠে ফিরছে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন
ঢাবি প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানের পর স্থগিত থাকা সকল ইউনিট কমিটির স্থগিতাদেশ তুলে নিয়ে পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল স্থগিত কমিটি পুনরায় কার্যক্রমে ফিরছে।
রবিবার(২ নভেম্ববর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ’২৪-এর জুলাই ছাত্র–জনতার অভ্যুত্থানের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নিয়ে লড়াই হয়েছিল, তার যথার্থ বাস্তবায়ন এখনো হয়নি। শহীদ পরিবার ও আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। এমনকি বিভিন্ন স্থানে শহীদ পরিবার ও আহতদের ওপর হামলার ঘটনাও উদ্বেগজনক বলে মন্তব্য করে তারা।
এ ছাড়া জুলাই হত্যাকাণ্ডের বিচারিক রোডম্যাপও সরকার এখন পর্যন্ত স্পষ্ট করেনি বলে অভিযোগ সংগঠনটির। বিবৃতিতে বলা হয়, একদফার মূল লক্ষ্য—ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের সংগ্রামকে শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম আবারও মাঠে ফিরতে হবে। সে কারণে সকল ইউনিট কমিটির স্থগিতাদেশ তুলে নেওয়া হলো।
একই সঙ্গে সারা দেশের বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা ইউনিটগুলোকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145162