মুন্সীগঞ্জে তিন বালতি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জে তিন বালতি অবিস্ফোরিত ককটেল উদ্ধার, আটক ১

মুন্সীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তিন বালতি অবিস্ফোরিত ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়েছে।

আজ রোববার (২ নভেম্বর) বেলা ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর গ্রামে সেলিনা আক্তারের ভাড়াটিয়া আনোয়ার শেখের (৪৫) টিনের ঘরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে তিনটি বালতি থেকে মোট ৪০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এছাড়া ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম ও ৯৫টি জারসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন সদর উপজেলার চরডুমুরিয়া মোল্লাকান্দি গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে মো. হাসান।

মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা সূত্রে তারা জানতে পারেন যে প্রায় ৩০ জন বহিরাগত ব্যক্তি নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে মুন্সীগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রস্তুতি নিচ্ছিল। পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ তার ভাগ্নি জামাই হাসানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145155