লেভানদভস্কিকে পেতে ৫০০ কোটি টাকার প্রস্তাব, দোটানায় বার্সা

লেভানদভস্কিকে পেতে ৫০০ কোটি টাকার প্রস্তাব, দোটানায় বার্সা

স্পোর্টস ডেস্কঃ  ৩৭ বছর বয়সী পোলিশ তারকা রবার্ট লেভানদভস্কিকে নিয়ে নতুন সিদ্ধান্তের মুখে পড়েছে বার্সেলোনা। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত থাকলেও, বার্সেলোনা এখন আর চুক্তির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে না। ফলে আগামী শীতকালীন (জানুয়ারি) বা গ্রীষ্মকালীন দলবদলে লেভানদভস্কি ক্লাব ছাড়তে পারেন। এমনটাই ধারণা করা হচ্ছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেস-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের একটি ক্লাব বার্সেলোনাকে লেভানদভস্কির জন্য ৩৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা। এই প্রস্তাব ক্লাবটিকে ফেলেছে বড় দোটানায়।

একদিকে আর্থিক সংকট সামাল দিতে বার্সার দরকার বেতন খরচ কমানো ও বাজেট ভারসাম্যে আনা। অন্যদিকে, লেভানদভস্কির অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা এখনো দলের জন্য অমূল্য। তাঁকে বিক্রি করলে ক্লাব স্বল্পমেয়াদে আর্থিক স্বস্তি পেলেও, মাঠে তৈরি হবে বড় শূন্যতা।

সম্প্রতি এল ক্লাসিকোতেও তাঁর অভাব অনুভব করেছে দল। ভালো স্ট্রাইকারের অভাবে বার্সেলোনা এখনই ভুগছে, তাই মৌসুমের মাঝপথে লেভানদভস্কিকে হারানো তাদের জন্য বড় ঝুঁকি হতে পারে।

এর আগে সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন লেভানদভস্কি, তবে এবার পরিস্থিতি ভিন্ন। ক্লাবের আর্থিক বাস্তবতা এবং খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ পর্যায়ের অবস্থান; দুটিই ইঙ্গিত দিচ্ছে, জানুয়ারিতে হয়তো বার্সেলোনা ছাড়তে পারেন এই পোলিশ তারকা।

কাতালান ক্লাবটি এখন খুব সতর্কভাবে সব দিক বিবেচনা করছে। কারণ এই সিদ্ধান্তই নির্ধারণ করবে, তারা আর্থিক স্বস্তি বেছে নেবে, নাকি মাঠে প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই চালিয়ে যাবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145149