দিনাজপুরের হাকিমপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুরে রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরের চুড়িপট্টি এলাকা থেকে এক ব্যক্তির(৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে পুলিশ রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করেন। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, চুড়িপট্টি রাস্তার পাশে অপরিচিত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার কাছে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যায়।

তিনি আরও জানান, সে বগুড়ার গাবতলী উপজেলার খিরাপাড়া গ্রামে মৃত রমিজ উদ্দিন শেখের ছেলে আতাউর রহমান। তার মায়ের নাম ফাতেমা খাতুন। কোন অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145146