মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর সোনোরা রাজ্যে একটি সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ জন। স্থানীয় সময় শনিবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

সোনোরো রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো একটি ভিডিও বার্তায় বলেছেন, হতাহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।তিনি আরো বলেন, আহতদের হার্মোসিলোর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে এটা কোনো সন্ত্রাসী হামলা বলে মনে করছেন না তিনি। ঘটনার কারণ নির্ণয় এবং দায়ীদের খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম সামাজিকমাধ্যম এক্সে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145084