যুক্তরাজ্যে কেমব্রিজশায়ারে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে আততায়ীরা। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে কমপক্ষে ১০ জন। রোববার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, এদের মধ্যে ৯ জনের অবস্থা সঙ্কটাপন্ন। শনিবার পূর্ব ইংল্যান্ডের কেমব্রিজশায়ারে হয় এ ঘটনা। হান্টিংডন শহরের উদ্দেশ্যে রওনা হওয়া ওই ট্রেনে উঠে হঠাৎ যাত্রীদের উপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত কয়েকজন। গুরুতর জখম করে বেশ কয়েকজনকে।
এ ঘটনায় কতজনের সম্পৃক্ততা আছে তা নিশ্চিত নয়। স্টেশন থেকে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। হামলার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145082