চমকে দিলেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : গলায় অজগর সাপ জড়িয়ে আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রায়ই ভক্তদের সঙ্গে তাকে সাহসী ছবি শেয়ার করতে দেখা যায়। আর এতে ভক্তরাও তাকে প্রশংসায় ভরায়।
এবার গলায় সাপ জড়িয়ে সকলকে চমকে দিলেন প্রিয়াংকা। সাদা টপ, ডেনিম জিন্স পরা প্রিয়াংকার গলায় ঝুলন্ত সাপ দেখে ভক্তরাও অবাক। সাপ গলায় জড়ানো বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, তার স্বামী নিক জোনাস তাকে বলছে, তোমার এই নতুন গয়না আমার সত্যিই খুব পছন্দ হয়েছে।
উত্তরে প্রিয়াংকা বলেন, ধন্যবাদ এটা গয়না নয়, এটা সত্যিকারের সাপ। প্রিয়াংকা সাপের সঙ্গে পোজ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও নিক যে ভয়ে রয়েছেন, তা ভিডিওতে স্পষ্ট। যা দেখে খানিক মজা পাচ্ছেন প্রিয়াংকাও। সাপের সঙ্গে প্রিয়াংকা বন্ধুত্ব করতে চাইলেও নিক এসব থেকে অনেক দূরে।
এ ছাড়া, প্রিয়াংকা তার অনুরাগীদের জন্য সাপের সঙ্গে তার আগের তোলা বেশ কিছু ছবি শেয়ার করেছেন। যার মধ্যে একটিতে তার গলায় হলুদ অজগর ঝুলতে দেখা যাচ্ছে এবং অন্যটিতে কালো সাপ দেখা যাচ্ছে। একটি ছবিতে হাতে কোবরা ধরে থাকতেও দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
এসব দেখে কেউ বলছেন, তুমি তো আনন্দ পাচ্ছো, নিকের মুখটা কি একবারও দেখেছো? কেউ আবার বলছে, প্রিয়াংকা এই ছবিটা আমায় টানা তিন রাত তাড়া করে বেড়াবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145060