ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতের 'ইনডেমনিটি আইন' বাতিলের ঘোষণা বিএনপির

ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতের 'ইনডেমনিটি আইন' বাতিলের ঘোষণা বিএনপির

ঢাবি প্রতিনিধি: ক্ষমতায় গেলে বিদ্যুৎখাতের ‘ইনডেমনিটি আইন’ বাতিল করা হবে—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, এই আইন করা হয়েছিল রাজনৈতিক স্বার্থসিদ্ধি ও লুটপাটকে বৈধতা দিতে।

শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্যাব যুব সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

রিজভী বলেন, “বিদ্যুৎখাতে লুণ্ঠনের এক ঝড় বয়ে যাওয়ার সময় এই ইনডেমনিটি আইন করা হয়েছিল। চৌর্যবৃত্তিকে আইনি সুরক্ষা দিতেই এটা করা হয়। অবশ্যই এই আইন বিলুপ্ত করতে হবে। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, এই আইন প্রথমেই বাতিল করা হবে।”

নবায়নযোগ্য জ্বালানিতে মনোযোগ না দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, “নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া মানবসভ্যতার টিকে থাকার অন্যতম শর্ত। কিন্তু ফ্যাসিবাদী শাসনে জীবাশ্ম জ্বালানির কথা বলে টাকা লুট করা হয়েছে। বিদ্যুৎখাতের তিন ভাগের এক ভাগ টাকা লোপাট হয়েছে। সেখানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ না করাটা অস্বাভাবিক নয়—কারণ এখানে ‘কাঁচা টাকা’ পকেটে আসার সুযোগ নেই।” তিনি জানান, বিএনপির ৩১ দফা রোডম্যাপে পরিবেশবান্ধব কর্মপরিকল্পনা রয়েছে। “আমাদের ইশতেহার এখনও প্রকাশ হয়নি, কিন্তু দলের প্রধান তার ৩১ দফায় স্পষ্ট বলেছেন—নবায়নযোগ্য জ্বালানি বাড়ানো হবে। দেশকে পরিবেশবান্ধব করতে ২৫ কোটি গাছ লাগানো হবে এবং প্রযুক্তির মাধ্যমে তা মনিটরিং করা হবে। পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী-খাল-বিলসহ জলাভূমি নাব্য ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ডাকসুর জিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাব যুব সংসদের নেতাকর্মীরা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145057