ঠাকুরগাঁওয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

ঠাকুরগাঁওয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

ঠাকুরগাঁও (হরিপুর) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঠালডাঙ্গী বাজারে তরিকুলের মুদির দোকান ও দুলাল স্টোর নামে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দোকানের প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঠালডাঙ্গী বাজারে তরিকুল ও দুলালের দোকানে।

মুদি দোকান তরিকুল বলেন, তিনি প্রতিদিন রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাড়ি যান কিন্তু গতকাল শুক্রবার দোকান বন্ধ করতে দেরি হয় এবং দোকানের বিক্রির টাকা দোকানে রেখে বাড়ি যাই। সকালে দোকানে এসে দেখি দোকানের উপরের টিনের ছাওনি কেটে চোর তার দোকানে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

পাশের দোকানদার দুলাল বলেন, একই কায়দায় তার দোকানের মালামাল ও টাকাসহ ১০ হাজার টাকা চুরি হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, চুরির বিষয়টি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/145055